বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো আফগানিস্তান

ক্রিকেট দুনিয়া September 13, 2023 662
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো আফগানিস্তান

বিশ্বকাপ ২০২৩ উপলক্ষ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এশিয়া কাপের দলে না থাকা বোলার নাভিন উল হক ও আজমতউল্লাহ ওমরজাই জায়গা পেয়েছেন বিশ্বকাপের দলে। নাভিন আফগান দলে ফিরলেন প্রায় ২ বছর পর। বাকিরা এশিয়া কাপের দলভুক্ত সদস্য।


জায়গা হারিয়েছেন অলরাউন্ডার গুলবাদিন নাইব। এশিয়া কাপের দলে ছিলেন। ছিলেন একাদশেও। তবে বিশ্বকাপে জায়গা হলো রিজার্ভ খেলোয়াড় হিসেবে। একই দল থেকে বাদ পড়েছেন করিম জানাত, শারাফউদ্দিন আশরাফ ও মোহাম্মদ সালিম সাফি। যদিও নাইবের পারফর্ম্যান্স এশিয়া কাপে বেশ বলার মতোই ছিল।


হাশমতউল্লাহ শহীদি বিশ্বকাপে আফগান দলকে নেতৃত্ব দিবেন। ওমরজাই ইনজুরি থেকে ফিরেছেন। এশিয়া কাপের দলে থাকতে পারেননি। তবে বিশ্বকাপে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। নাভিন মাত্র ৭ ওডিআই খেলে ১৪ টি উইকেট শিকার করেছেন। এশিয়া কাপে জায়গা না হলেও, বিশ্বকাপের মঞ্চে দেখা যাচ্ছে তাঁকেও।


বাকি অনুমেয় সদস্যরা আছেন। রশিদ খান, মুজিব উর রহমান বা মোহাম্মদ নবী। আছেন লেগি নুর আহমাদও। অন্যদিকে পেস অ্যাটাকে নাভিন ফিরলে, ওমরজাই ফিরলেন। সাথে ফজল হক ফারুকী, আব্দুল রহমান থাকছেন।


আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াডঃ

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রাশিদ খান, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, আবদুল রহমান, নাভিন উল হক, আজমতউল্লাহ ওমরজাই


রিজার্ভঃ গুলবাদিন নাইব, শারাফউদ্দিন আশরাফ, ফরিদ আহমাদ মালিক।


সূত্রঃ ক্রিকেট৯৭