আগামী মাসে ভারতের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের আগে দারুণ আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে অস্ট্রেলিয়া। চোটে থাকা তারকাদের রেখেই ১৫ সদস্যের বিশ্বকাপ দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
প্রাথমিকভাবে ১৮ সদস্যের দল দিয়েছিল অজিদের ক্রিকেট বোর্ড। সেখান থেকে বাদ পড়েছেন তিনজন। পেসার নাথান এলিস, লেগ স্পিনার তানভীর সাঙ্গা ও অলরাউন্ডার অ্যারন হার্ডি। এর মধ্যে সাঙ্গা ও হার্ডির ওয়ানডে অভিষেক হয়নি। তবে একদিনের ক্রিকেটে চারটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এলিসের।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল: প্যাট কামিন্স, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
সূত্রঃ চ্যানেল আই অনলাইন