এশিয়া কাপের সুপার ফোরের চার দল নির্ধারণ হয়ে গেছে। সে সঙ্গে নির্ধারণ হলো দলগুলোর ম্যাচ ও সূচি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় সুপার ফোরের চার দল হয়।
গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয পর্ব নিশ্চিত করেছে পাকিস্তান ও ভারত। গ্রুপ ‘বি’ থেকে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দিয়েই শুরু হবে সুপার ফোর পর্ব। লাহোরে বুধবার (৬ সেপ্টেম্বর) সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান।
সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৯ সেপ্টেম্বর। সেই ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ দাসুন শনাকার দল। সুপার ফোরে টাইগারদের তৃতীয় তথা শেষ ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।
এক নজরে সুপার ফোরের সূচি :
ম্যাচ ১, সেপ্টেম্বর ৬ : পাকিস্তান বনাম বাংলাদেশ, লাহোর।
ম্যাচ ২, সেপ্টেম্বর ৯ : শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, কলম্বো।
ম্যাচ ৩, সেপ্টেম্বর ১০ : পাকিস্তান বনাম ভারত, কলম্বো।
ম্যাচ ৪, সেপ্টেম্বর ১২: ভারত বনাম শ্রীলঙ্কা, কলম্বো।
ম্যাচ ৫, সেপ্টেম্বর ১৪ : পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, কলম্বো।
ম্যাচ ৬, সেপ্টেম্বর ১৫ : ভারত বনাম বাংলাদেশ, কলম্বো।
সুপার ফোরের শীর্ষ দুই দল আগামী সেপ্টেম্বর ১৪ কলম্বোতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।
সূত্রঃ চ্যানেল ২৪