টিম ডিরেক্টর হয়ে বিশ্বকাপে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন

ক্রিকেট দুনিয়া September 5, 2023 633
টিম ডিরেক্টর হয়ে বিশ্বকাপে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন

দলের সাথে খালেদ মাহমুদ সুজনও যাচ্ছেন ভারতে, বিশ্বকাপ মিশনে দলের অংশ হয়ে। বিশ্বকাপ দিয়েই পুরনো ভূমিকায় ফিরছেন সাবেক এই অধিনায়ক। টিম ডিরেক্টর পদে ফিরছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সুজন নিজেও।


খেলা ছাড়ার পর কোচ, ম্যানেজার এবং টিম ডিরেক্টর- নানা পরিচয়েই সুজন ছিলেন বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু গত বছর ডিসেম্বর থেকে তাকে দলের সাথে আর দেখা যায়নি। ছিলেন না শেষ চার সিরিজে, নেই এশিয়া কাপেও। শেষবার ডমিঙ্গোর আমলে টিম ডিরেক্টর হিসেবেই দেখা গিয়েছিল তাকে।


তবে বিশ্বকাপকে সামনে রেখে ফের তার শরণাপন্ন ক্রিকেট বোর্ড। টিম ডিরেক্টর পদে অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজনকে ফেরালো তারা। বাংলাদেশের হয়ে ১২ টেস্ট ৭৭ ওয়ানডে খেলা সুজনকে তাই দেখা যাবে সাকিব আল হাসানদের সাথে ভারত বিশ্বকাপে।


জাতীয় দল ছাড়াও সুজন আলাদাভাবে কাজ করেছেন সাকিবের সাথে। দুজনের রসায়নও খুব ভালো। চার মৌসুম একসাথে ঢাকা ডায়নামাইটসে কাজ করছেন। যেখানে ২০১৬ সালের আসরে শিরোপাও জেতে দলটি। এরপর সাকিব-সুজন জুটি আবার একসাথ হয় ফরচুন বরিশালে। বিশ্বকাপে তাই সাকিব-সুজন জুটির ওপর আশায় বুক বাঁধতেই পারে সমর্থকেরা।


সূত্রঃ নয়াদিগন্ত অনলাইন