বিশ্বকাপ দল ঘোষণার ত্রিশ মিনিটও পেরোয়নি, কুইন্টন ডি কক ততোক্ষণে জানিয়ে দিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্ত। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ শেষে আর কখনোই পঞ্চাশ ওভারের ফরম্যাটে জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে না উইকেটকিপার এই ব্যাটারকে।
মূলত, অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ খেলার তাড়নাতেই জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন সাউথ আফ্রিকান তারকা। ১০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিগ ব্যাশ ক্রিকেট লিগ।
যেখানে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন ডি কক। একই সময়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ, ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর অব্দি তাই বাঁহাতি এই ব্যাটারকে দলে চায় ক্রিকেট সাউথ আফ্রিকা।
বিগ ব্যাশ নাকি ভারতের বিপক্ষে সিরিজ? কুইন্টন ডি কক শেষ অব্দি কোনটা বেছে নেবেন? গত কিছুদিন ধরেই চলছে এই আলোচনা। অবশেষে কুইন্টন ডি ককের উত্তর পাওয়া গেলো অবসরের ঘোষণাতেই। বিগ ব্যাশকে বেছে নিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।
সূত্রঃ অলরাউন্ডার