

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আইসিসির কাছে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড জমা দেয়ার শেষ দিন। যার কারণে ১৫ সদস্যের একটি দলের তালিকা তৈরি করে বোর্ড সভাপতির অনুমতির অপেক্ষায় বিসিবির নির্বাচক প্যানেল।
তবে এ তালিকায় কারা কারা আছেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। স্কোয়াডটা এখনই চূড়ান্ত করতে চাইছে না বিসিবি। ২৮ সেপ্টেম্বরের চূড়ান্ত স্কোয়াড দেয়ার শেষ সময়। তার আগে বিসিবি ঠিক করবে কোন ১৫ জনকে নিয়ে বিশ্বকাপে যাবে বাংলাদেশ।
কারণ তামিম ইকবাল, লিটন দাসের ফিটনেস নিয়ে এখনো চিন্তিত বোর্ড। তার ওপর স্ট্যান্ডবাই থাকা ক্রিকেটারদেরও বাজিয়ে দেখা হবে নিউজিল্যান্ড সিরিজে। বাদ পড়তে পারেন এশিয়া কাপে দলের বহরে থাকা অনেকে।
পাপন বলেন, ‘এখনকারটা (স্কোয়াড) দিতে হবে তাই দেয়া। কিন্তু মূল দলটা আমরা ২৬ অথবা ২৭ তারিখ ঘোষণা করে দেব। তখন আপনারা সবাই জানবেন। আমার কাছে এটা একাডেমিক।’
সূত্রঃ সময় টিভি অনলাইন









