ভারতের বিপক্ষের ম্যাচের আগেই একাদশ ঘোষণা পাকিস্তানের

ক্রিকেট দুনিয়া September 2, 2023 298
ভারতের বিপক্ষের ম্যাচের আগেই একাদশ ঘোষণা পাকিস্তানের

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। এই ম্যাচ শুরু হওয়ার ২০ ঘণ্টা আগে (শুক্রবার রাতে) সেরা একাদশ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ২৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান। অবশ্য ভারতের বিপক্ষের ম্যাচেও তারা একই একাদশ নিয়ে মাঠ নামবে। অর্থাৎ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে দুইবারের চ্যাম্পিয়নরা।


এশিয়া কাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে ভারত। মহাদেশীয় এই আয়োজনের ওয়ানডে সংস্করণে দুই দল ১৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৭টি ম্যাচে জিতেছে ভারত। অন্যদিকে ৫টিতে জিতেছে পাকিস্তান। ১টি ম্যাচে কোনো ফল হয়নি। এবার ব্যবধান কমানো কিংবা বাড়ানোর সুযোগ উভয় দলের সামনে।


ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশ:

ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।


সূত্রঃ রাইজিংবিডি