টাইগারদের বিপক্ষে ম্যাচের আগে যা বললেন শানাকা

ক্রিকেট দুনিয়া August 30, 2023 700
টাইগারদের বিপক্ষে ম্যাচের আগে যা বললেন শানাকা

গত এশিয়া কাপে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন সাকিব-মোস্তাফিজ ছাড়া বাংলাদেশ দলে বিশ্বমানের বোলার নেই। সাকিবের পরে শানাকাকে পেয়ে এক সংবাদকর্মীর প্রশ্ন এবারের বাংলাদেশের বোলিং আক্রমণ কি বিশ্বমানের?


পাল্লেকেলের ইনডোরের সংবাদ সম্মেলন কক্ষে বুধবার (৩০ আগস্ট) এমন প্রশ্নে কিছুটা হাসির রোলও পড়ে। শানাকা জল অবশ্য বেশিদূর গড়াতে দেননি। গণমাধ্যম কর্মীদের উপর দোষ চাপিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণকে বিশ্বমানের আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছেন। সঙ্গে জানিয়েছেন প্রতিপক্ষকে সম্মানের কথা।


‘অবশ্যই বাংলাদেশের বিশ্বমানের পেসার আছে। আমরা এখানে যা বলি তা তোমরা কীভাবে নাও সেটা বিষয়। গতবার আমি খারাপ কিছু মিন করিনি, কিন্তু এটা ভাইরাল হয়ে গেছিল। আমাদের অবশ্যই প্রতিপক্ষের জন্য সম্মান আছে। এটা সম্পূর্ণ আসলে তোমরা বিষয়টা কিভাবে নিচ্ছ’-এভাবে বলেছেন শানাকা।


এর আগে গত এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচের আগে দুবাইতে শানাকা বলেছেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশ দলে ফিজ (মুস্তাফিজ) খুব ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এছাড়া বাংলাদেশ দলে সেভাবে আর কোন বিশ্বমানের বোলার নেই। তাই আমি মনে করি আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে।’


গতবার যেটা বলেছেন শানাকা এবার তার উল্টো। গণমাধ্যমের উপর দোষ চাপালেও এক প্রকার নিজের ভুল স্বীকার করেন। গতবার শানাকার এমন মন্তব্যের পর চারদিকে ঝড় ওঠে।


সূত্রঃ রাইজিংবিডি