টাকার অভাবে মেয়েকে আট মাস স্কুলে পাঠাতে পারিনি

ক্রিকেট দুনিয়া August 28, 2023 1,166
টাকার অভাবে মেয়েকে আট মাস স্কুলে পাঠাতে পারিনি

পাকিস্তান ক্রিকেটের আরও অনেকের মতোই বিতর্কিত ক্যারিয়ার পার করেছেন উমর। দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অপরাধে ২০২০ সালে ৩ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়ে পড়েন উমর। এরপরেই পড়তে হয় আর্থিক দুরবস্থার মাঝে। নিজের সেই দুঃসময়ের কথা স্মরণ করে তার চোখে জমেছে অশ্রু। অকপটেই বলেছেন, ‘আমার শত্রুরও যেন এমন দিন দেখতে না হয়।’


সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নিষিদ্ধ থাকার দিনগুলোর কথা মনে করে চোখের পানি ফেলেছিলেন সাবেক এই ব্যাটার, ‘আমি যা দেখেছি, তা কারো, এমনকি আমার শত্রুরও দেখা উচিৎ না। আল্লাহ কাউকে কোনকিছু দিয়ে বা কেড়ে নিয়ে পরীক্ষা করে থাকেন। যাইহোক, যখন আমি কঠিন সময় পার করছিলাম, তখন অনেকেই নিজের আসল পরিচয় প্রকাশ করে আমার কাছ থেকে দূরে সরে যায়। তবে যারা আমার পাশে ছিলেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।’


নিজের আর্থিক দুরবস্থার কথা জানাতে গিয়ে বলেন, মেয়েকে সামান্য বার্গার কিনে দেওয়ার টাকাও ছিল না সেই দিনগুলোতে, ‘মেয়েকে আমি ৮ মাস স্কুলে পাঠাতে পারিনি। আর আমার স্ত্রী আমাকে সেই কঠিন দিনগুলোতে ছেড়ে যায়নি। আমার স্ত্রী সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মেয়ে। তবে সে বলেছিল, পরিস্থিতি যতই খারাপ হোক, সে আমার পাশেই থাকবে। আমি এজন্য তার কাছে কৃতজ্ঞ।’


৩৩ বছর বয়েসী এই ক্রিকেটার সবশেষ পাকিস্তানের জার্সিতে খেলেছেন ২০১৯ সালে। তবে তিনি আশা করেন, নিজের পরিশ্রমের মাধ্যমে আরও একবার দলে জায়গা করে নিতে পারবেন।


উল্লেখ্য, ২০২০ সালে উমর আকমলের বিরুদ্ধে দূর্নীতিবিরোধী ধারা লঙ্ঘনের প্রমাণ পায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেসময় তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। পরে অবশ্য আপিলের মাধ্যমে নিজের শাস্তি কমিয়েছিলেন উমর।


সূত্রঃ ঢাকা পোস্ট