লোভনীয় প্রস্তাব ফিরিয়ে বিপিএলে খেলবেন বাবর আজম!

ক্রিকেট দুনিয়া August 27, 2023 4,636
লোভনীয় প্রস্তাব ফিরিয়ে বিপিএলে খেলবেন বাবর আজম!

বিপিএলের পরবর্তী আসর শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে আগামী বছরের ১০ জানুয়ারি। একই সময়ে আরব আমিরাতের আইএলটি-২০ এবং দক্ষিণ আফ্রিকার এসএটি-২০ ফ্র্যাঞ্চাইজি আসর মাঠে গড়ানোর কথা।


আরব আমিরাতের আইএলটি-২০ লিগের একটি দল বড় অংকের প্রস্তাব দিয়ে রেখেছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। টাকার অংকটা ১৫০ মিলিয়ন রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা)।


তবে বাবর নাকি এতবড় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। আইএলটি-২০তে খেলবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। তারচেয়েও চমকপ্রদ খবর, বাবরকে ওই সময় দেখা যেতে পারে বাংলাদেশের বিপিএলে। পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম 'দ্য এক্সপ্রেস ট্রিবিউন' জানিয়েছে এমন তথ্য।


আইএলটি-২০ লিগের দ্বিতীয় আসর মাঠে গড়াবে ১৯ জানুয়ারি। আগের আসরে কোনো পাকিস্তানি ক্রিকেটার খেলেননি। তবে এবার শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান এবং বাবর আজমকে কিনে নিয়েছে ডেজার্ট ভাইপার্স নামের দল।


বাবরকেও একটি দল কিনতে চেয়েছিল। লিগের শুভেচ্ছাদূত বানানোর প্রস্তাবও ছিল। চুক্তির কিছু দিক চূড়ান্ত করা হলেও, অর্থপ্রদানের শর্তাবলি এবং ইমেজ রাইটস নিয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারেনি দুই পক্ষ। ফলে বাবর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।


ওই সময়টায় বাবর খেলতে পারেন বিপিএলে। মোহাম্মদ রিজওয়ান তো বিপিএলের সর্বশেষ আসরে ছিলেন, এবারও থাকবেন বলে আশা করা যাচ্ছে।


সূত্রঃ জাগোনিউজ২৪