দেশ ছাড়ার পূর্বে এশিয়া কাপ নিয়ে যা বললেন সাকিব

ক্রিকেট দুনিয়া August 26, 2023 405
দেশ ছাড়ার পূর্বে এশিয়া কাপ নিয়ে যা বললেন সাকিব

জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচ চান্ডিকা হাথুরুসিংহে বিশ্বকাপকে নিয়ে এখন থেকেই পরিকল্পনার ছক কষা শুরু করলেও ব্যতিক্রম টাইগার দলপতি সাকিব আল হাসান। এখনই বিশ্বকাপ নিয়ে ভাবতে নারাজ তিনি।


এশিয়া কাপে ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যেতে চান টাইগার দলপতি।


এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানান দেশের ক্রিকেটের এই পোস্টার বয়।


সাকিব বলেন, ‘দেখেন এখন আমাদের সামনে লক্ষ্য এখন শুধুই এশিয়া কাপ। আপাতত আর কিছু ভাবছি না। এটা শেষ করে এরপর না বিশ্বকাপের পরিকল্পনা করবো। এখন যদি বলতে হয় পরিকল্পনা শুধুই এশিয়া কাপ। আরও সংক্ষিপ্ত করে বললে লক্ষ্য আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ।’


তিনি আরও বলেন, ‘দেখেন এমন তো না যে আমরা এশিয়া কাপে ভালো খেললে বিশ্বকাপেও ভালো খেলবো। বা এমনও না যে এশিয়া কাপে খারাপ খেললে বিশ্বকাপে খারাপ খেলবো বা ভালো খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে। পরিস্থিতি দুটোর সম্পূর্ণই আলাদা। সে কারণে এখনই বিশ্বকাপ নিয়ে ভাবনার কিছু নেই।’