এবার বিশ্বকাপে সবাইকে দেখানোর পালা: সাকিব

ক্রিকেট দুনিয়া August 14, 2023 431
এবার বিশ্বকাপে সবাইকে দেখানোর পালা: সাকিব

বাংলাদেশ দলের ওয়ানডে নেতৃত্ব ফিরে পেয়ে এখনও সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি সাকিব আল হাসান। খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। সেখানেই কাল ম্যাচ চলাকালীন প্রেজেন্টারের মুখোমুখি হয়ে নেতৃত্ব পাওয়ার অনুভূতি জানালেন।


বললেন অধিনায়কত্ব তার কাছে নতুন কিছু না। ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো নেতৃত্ব পেয়েই বড় দুটি টুর্নামেন্ট সাকিবের সামনে। বড় চ্যালেঞ্জ হলেও সাকিবের জন্য তা নতুন নয়।


নিজেই বলছিলেন, ‘এটা আমার জন্য নতুন কিছু নয়।’ সাকিবের জন্য নেতৃত্ব নতুন নয়। বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক তো তিনিই। তবে সামনের বিশ্বকাপটা সাকিবসহ গোটা দলের জন্যই এক চ্যালেঞ্জ।


এই বিশ্বকাপে এতদিন ওয়ানডেতে ভাল দল হয়ে ওঠার প্রমাণ দিতে হবে বলে জানান সাকিব, ‘এটা বিশাল চ্যালেঞ্জ আমাদের দলের জন্য। আমরা গত চার বছরে কেমন করেছি তা দেখানোর সুযোগ এবার এসেছে।


এই বিশ্বকাপে তাই আমাদের সামনে ভাল কিছু করার সম্ভাবনা আছে। আমি বিশ্বাস করি আমরা দারুন দল এবং সাদা বলে আমরা খুব ভাল করছি। এবার তা সবাইকে দেখানোর পালা যে আমরা কতটা ভাল হয়েছি।’