মাহমুদউল্লাহর বাদ পড়ার পেছনে সাকিবেরও মত ছিলো!

ক্রিকেট দুনিয়া August 12, 2023 935
মাহমুদউল্লাহর বাদ পড়ার পেছনে সাকিবেরও মত ছিলো!

মাহমুদউল্লাহ রিয়াদের জন্য জাতীয় দলের জন্য বন্ধ হয়ে গেছে বলা চলে। এটা আগে থেকেই অনুমান যোগ্য ছিল। কিন্তু, অভিজ্ঞ ক্রিকেটার বলেই তাঁর বাদ পড়ার ব্যাখ্যা দিতে হল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে।


তিনি জানালেন, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় এখন আর নেই রিয়াদ। এমনকি অধিনায়ক সাকিব আল হাসানেরও এই সিদ্ধান্তে মত আছে। মিরপুরের মিডিয়া সেন্টারে এশিয়া কাপের দল ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক এ কথা জানান।


তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে প্রথম দিকে। তারপর অনেক আলোচনা করার পর টিম ম্যানেজম্যান্ট আমাদেরকে একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে, কী পরিকল্পনা। ওই চিন্তা ভাবনা করেই কিন্তু রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।’


অধিনায়ক সাকিবও রিয়াদকে জাতীয় দলে বিবেচনা করার পক্ষে নন। প্রধান নির্বাচক বলেন, ‘ম্যানেজম্যান্টের পরিকল্পনাকে আমরা মনে করেছি অবশ্যই এটা ভালো। ওদের সঙ্গে যেহেতু হেড কোচের একটা পরিকল্পনা আছে টিম কীভাবে পরিচালনা করা হবে। সব আলোচনা হয়েছে, আমাদের অধিনায়কের সঙ্গে আলোচনা হয়েছে।

তবে, রিয়াদ ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ক্যাম্পে। এই ক্যাম্পে মূলত জাতীয় দল আর তাঁর আশেপাশে থাকা সব ক্রিকেটারকেই সুযোগ দেওয়া হয়েছিল।


সে সুযোগ কাজে লাগাতে পারেননি মাহমুদউল্লাহ। ইয়ো ইয়ো টেস্টে তাঁর স্কোর কেবল ১৭, যেখানে বিসিবির নির্ধারিত বেঞ্চমার্ক ছিল ১৮.৫। রিয়াদের বয়স প্রায় ৩৮। ফিটনেস নিয়ে সমস্যা থাকাটাও তাই স্বাভাবিক।


তার ওপর রিয়াদ টানা তিনটি আন্তর্জাতিক সিরিজ খেলেননি। ফলে, তাঁকে জাতীয় দলের বাইরেই বলা যায়। রিয়াদ পারফরম্যান্স ও ফিটনেস নিয়ে অসন্তুষ্ট ছিলেন কোচ চান্দিকা।


সূত্রঃ খেলা ৭১