বিশ্বকাপে টাইগারদের ৩ ম্যাচের সূচিতে পরিবর্তন

ক্রিকেট দুনিয়া August 9, 2023 2,589
বিশ্বকাপে টাইগারদের ৩ ম্যাচের সূচিতে পরিবর্তন

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের ৯ ম্যাচের সূচিতে পরিবর্তন আনলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতে এসেছে পরিবর্তন। ৯ ম্যাচের কোনোটিতেই ভেন্যু পরিবর্তন হয়নি। কোনোটার ম্যাচের দিন এগিয়ে আনা হয়েছে। কোনোটার পেছানো হয়েছে। আবার কোনো ম্যাচে দিবারাত্রির পরিবর্তে কেবল দিন করা হয়েছে।


১০ অক্টোবর ধর্মশালায় দিবারাত্রির ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও ইংল্যান্ডের। সেই ম্যাচটি এখন দিনের আলোয় অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচটা শুরু হবে।


এছাড়া ১৪ অক্টোবর চেন্নাইয়ে ছিল নিউ জিল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ। ম্যাচটা একদিন এগিয়ে আনা হয়েছে। আগের সূচিতে ম্যাচটা দিনের ছিল। এখন হবে দিবা-রাত্রির।


১২ নভেম্বরে পুনেতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। দিনের আলোতেই দুই দল বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে।


সূত্রঃ রাইজিংবিডি