ছেলেকে সাথে নিয়ে ঢাকায় পা রাখলেন হাথুরুসিংহে

ক্রিকেট দুনিয়া August 9, 2023 947
ছেলেকে সাথে নিয়ে ঢাকায় পা রাখলেন হাথুরুসিংহে

কোচিং স্টাফদের অনেকেই ছুটি কাটিয়ে দলের সাথে যোগ দেন আগেই। আজ (৯ আগস্ট) অস্ট্রেলিয়া থেকে পরিবারের সাথে ছুটি কাটিয়ে ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। এবার অবশ্য একা নন, সঙ্গে করে এনেছেন ছেলেকেও।


শ্রীলঙ্কান হাথুরুসিংহে আগে থেকেই পরিবার নিয়ে বসবাস করেন অস্ট্রেলিয়ায়। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধান কোচ হওয়ার আগেও কাজ করছিলেন অস্ট্রেলিয়ার ঘরোয়া দল নিউ সাউথ ওয়েলসের কোচ হিসেবে।


বাংলাদেশের কোচ হওয়ার পর ছুটি কাটাতে অস্ট্রলিয়াতেই ছুটে যান হাথুরুসিংহে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে অন্যান্য কোচিং স্টাফের মতো তিনিও ছুটিতে যান। এর মধ্যেই ৩১ জুলাই থেকে প্রায় ৩০ জন ক্রিকেটার নিয়ে ফিটনেস ক্যাম্প শুরু হয়। ৩ আগস্ট হয়েছে ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্টও।


তবে এখনো এশিয়া কাপের স্কোয়াড দিতে পারেনি নির্বাচকরা। মূলত তামিম ইকবালের অধিনায়কত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক কে হবে তা নিয়ে হচ্ছে জলঘোলা।


আজ দুপুরে ঢাকায় ফেরার পর হাথুরুসিংহের অন্যতম প্রধান কাজ হতে পারে অধিনায়ক ও স্কোয়াড চূড়ান্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখা। গতকাল (৮ আগস্ট) জরুরী বৈঠক ডেকেও অবশ্য কোন কিছু সুরাহা করতে পারেনি বিসিবি।


সূত্রঃ ডেইলি ক্রিকেট