বাংলাদেশের অধিনায়ক কে? সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি

ক্রিকেট দুনিয়া August 8, 2023 449
বাংলাদেশের অধিনায়ক কে? সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি

তামিমের পরিবর্তে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক কে হচ্ছেন সে বিষয়ে আজ জরুরি সভা ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে এ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি।


এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে হবেন সেটা নির্ধারণের দায়িত্ব নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে বাছাই করবেন। এরপর ১২ আগস্টের মধ্যে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করবেন তিনি।


আজ মঙ্গলবার (০৮ আগস্ট) সভা শেষে এমনটাই জানিয়েছেন বিসিসির ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, 'কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত হবে অধিনায়ক ইস্যুতে।'


নতুন অধিনায়কের সম্ভাব্য তালিকায় আছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস। তবে বিশ্বকাপ এবং এশিয়া কাপ বিবেচনায় সাকিবের অভিজ্ঞতায়ই ভরসা রাখতে পারে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।


এ প্রসঙ্গে জালাল বলেন, 'আজ থেকেই বোর্ড সভাপতি আলোচনা করবেন সম্ভাব্য যারা রয়েছেন। সম্ভাব্য তালিকায় সাকিব, লিটন এবং মিরাজের নাম রয়েছে।'


সূত্রঃ রাইজিংবিডি/ ঢাকা পোস্ট