এশিয়া কাপের সময়সূচিতে পরিবর্তন আনল এসিসি

ক্রিকেট দুনিয়া August 7, 2023 1,258
এশিয়া কাপের সময়সূচিতে পরিবর্তন আনল এসিসি

সূচি অনুযায়ী, আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। তবে এবার এশিয়া কাপের সময়ে এসেছে কিছুটা পরিবর্তন। এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আর সহযোগী আয়োজক শ্রীলঙ্কা।


মুল আয়োজক হলেও, এবারের এশিয়া কাপে পাকিস্তানে মাত্র ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ৯টি ম্যাচ। মূলত ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দণ্ডের জন্যই দুই দেশে আয়োজন হচ্ছে এবারের এশিয়া কাপ।


আগের সূচি অনুযায়ী, এশিয়া কাপের একেক ম্যাচ একেক সময়ে শুরু করার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী, এশিয়া কাপের সব ক’টি ম্যাচই ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে। যার মানে, বাংলাদেশ সময় সাড়ে ৩টা থেকে ম্যাচগুলো শুরু হবে।


এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ৬টি দল। যেখানে দলগুলো দুইটি গ্রুপে ভাগ করা। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং পেনাল। আর গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা।


সূত্রঃ সময় টিভি অনলাইন