এবার সৌম্য ইস্যুতে মুখোমুখি হাতুরুসিংহে ও নান্নু

ক্রিকেট দুনিয়া August 7, 2023 17,143
এবার সৌম্য ইস্যুতে মুখোমুখি হাতুরুসিংহে ও নান্নু

জাতীয় দলের সাত নম্বর পজিশনের জন্য লড়াইটা এখন নেমে এসেছে দু’জনের মধ্যে। সেই দু’জন হলেন সৌম্য সরকার ও শেখ মেহেদী হাসান। তবে, এখানে পরস্পর বিরোধী অবস্থানে আছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও প্রধান কোচ চান্দিকা হাতুরসিংহে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের পছন্দ শেখ মেহেদী হাসান। ইমার্জিং এশিয়া কাপে বোলিং, ব্যাটিং দুটোই ভালো করেছেন তিনি। যদিও প্রধান কোচ চান্দিকার পছন্দ সৌম্য সরকারকে। ইমার্জিং এশিয়া কাপে খুব একটা খারাপ খেলেননি তিনি।


যদিও, সৌম্যর ইমপ্যাক্ট ছিল কম। তবে, বেশি ভালো ছিল মেহেদীর পারফরম্যান্স। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং – তিন বিভাগেই দুর্দান্ত ছিলেন তিনি। পরিস্থিতি বুঝে ভয়ডরহীন ব্যাটিং করেছেন।


অন্যদিকে সৌম্য রান পেলেও রান তোলার ধরণটা ছিল দৃষ্টিকটু। তিনি নিজের স্বর্ণালী সময়কে হারিয়ে খুঁজছেন ইদানিং। ঘরোয়া ক্রিকেটেও রানে নেই। বাদ পড়েছিলেন মোহামেডান দলের একাদশ থেকেও।


তবে, বরাবরই হাতুরুসিংহের প্রিয়পাত্র তিনি। তাই তো, যার এখন জাতীয় দলের ধারের কাছেও থাকার কথা নয়, সেই সৌম্য সরকার আছেন বিশ্বকাপের আলোচনায়।


২০১৫ সালে খুব সামান্য অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলতে যান সৌম্য। আলোচিত হন। এরপর থেকে থেকে এখন পর্যন্ত কোনো ফরম্যাটের বিশ্বকাপেই সৌম্যকে বাদ দেয়নি বাংলাদেশ।


অথচ, কেবল ২০১৫-১৬ মৌসুম ছাড়া বাকি সময় তিনি ছিলেন চরম অধারাবাহিক। এবারও হয়তো অফ ফর্মে থাকা সত্ত্বেও অন্তত স্ট্যান্ড বাই হিসেবে হলেও ভারতের বিমান ধরবেন এই ব্যাটার।


সূত্রঃ খেলা৭১