কেউ কোনো কথা না জানালেও বিসিবি সূত্রে শোনা গিয়েছে এশিয়া কাপের প্রাথমিক দলে মাহমুদউল্লাহ রিয়াদ নেই। এক দায়িত্বশীল সূত্র এশিয়া কাপের প্রাথমিক দলে রিয়াদের না থাকার তথ্য নিশ্চিত করেছে।
মূলত টিম ম্যানেজমেন্ট এবং হেড কোচ চান্দিকা হাতুরুসিংহে ফর্মে না থাকা রিয়াদের ব্যাপারে ইতিবাচক নন। বরং তাঁর পরিবর্তে মিডল ও লোয়ার মিডল অর্ডারে তরুণ ও সম্ভাবনাময় তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহদি, মোসাদ্দেক হোসেন সৈকতদের খেলাতে আগ্রহী প্রায় সবাই।
এই চাজনের মধ্যে তাওহীদ হৃদয় এরই মধ্যে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। আর শেখ মাহদি, সৌম্য ও মোসাদ্দেক তিনজনকেই দল চাইলে বোলিংয়ে কাজে লাগাতে পারে। অথচ রিয়াদ এখন চোটের কারণে নিয়মিত বোলিং করেন না।
মোহামেডানের হয়ে এবারের ঢাকা লিগে হাতে গোনা কয়েকটি ম্যাচে বল করেছেন শুধু। কাজেই সব মিলিয়ে রিয়াদের দলে থাকার সম্ভাবনা খুব ক্ষীণ। সূত্র অনুযায়ী অবশ্য সেটা শুন্যের ঘরে।
অন্যদিকে সুখবর পেতে পারেন নাইম শেখ৷ প্রাথমিক দলে তামিম ইকবালের ব্যাকআপ ওপেনার হিসেবে বাকিদের চেয়ে এগিয়ে আছেন তিনি। সেই সাথে আরেক তরুণ বামহাতি ওপেনার তানজিদ তামিমও প্রাথমিক দলে ডাক পাওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আবার পেস বোলিং অপশনে নতুন বিকল্প হিসেবে তানজিম সাকিবকেও দেখা যেতে পারে, লোয়ার অর্ডারে তাঁর ব্যাটিং দলকে বাড়তি সুবিধা দিবে।
এছাড়া তামিম ইকবাল বাদে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে দলের বাকি সবার প্রাথমিক দলে থাকা একরকম নিশ্চিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিনায়ক পজিশনে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে, সেই সিদ্ধান্তও আসবে আগামী কয়েকদিনের মাঝেই। সবমিলিয়ে তাই কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশীদের।
সূত্রঃ খেলা৭১