বরিশালের হয়ে বিপিএল মাতাবেন ইব্রাহিম জাদরান

ক্রিকেট দুনিয়া August 6, 2023 2,342
বরিশালের হয়ে বিপিএল মাতাবেন ইব্রাহিম জাদরান

বাংলদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে এখনো প্রায় ৫ মাস বাকি। কিন্তু বসে নেই ফ্র্যাঞ্চাইজিগুলো; নিজেদের মতো দল গুছিয়ে নেওয়ার কাজ শুরু করে দিয়েছে তারা। তারই অংশ হিসেবে আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটার ইবরাহিম জাদরানকে দলে নিয়েছে ফরচুন বরিশাল।


এর আগে বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ও পাকিস্তানি ব্যাটার ফখর জামানকে দলে ভিড়িয়েছে তারা। ইবরাহিমের বরিশালে খেলার বিষয়টি নিজেদের অফিশিয়াল পেজে পোস্ট করে নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।


ফরচুন বরিশাল ছেড়ে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বদলি হিসেবে তামিমকে দলে নিয়েছে বরিশাল। দলটির নেতৃত্বও দিয়েছে বাঁহাতি এই ওপেনারকে। বোঝাই যাচ্ছে আগামী বিপিএলকে কেন্দ্র করে আটঘাট বেঁধে নেমেছে বরিশাল। পাকিস্তানি মারকুটে ব্যাটার ফখরের পর; আফগান তারকা ব্যাটার ইবরাহিম জাদরানকে দলে ভিড়ানো তারই প্রমাণ।


এর আগে জানা গিয়েছিলো, আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচনের পর হতে পারে বাংলাদেশের ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসরটি। প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের মধ্যেই করার কথা বলেছিলেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী।


সূত্রঃ অলরাউন্ডার