হৃদয়ের জাফনার কাছে হারলো সাকিবের গল টাইটান্স

ক্রিকেট দুনিয়া August 5, 2023 1,167
হৃদয়ের জাফনার কাছে হারলো সাকিবের গল টাইটান্স

এলপিএলে সাকিব আল হাসানের দল গল টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে তাওহিদ হৃদয়ের জাফনা কিংস। ইনফর্ম হৃদয়ের ২৩ বলে ম্যাচ জয়ী ৪৪ রানের ইনিংসের উপর ভোর করে ৪৪ বল হাতে রেখেই সহজ জয় পায় জাফনা।


টস জিতে ব্যাট করতে নেমে ২৮ রানের উদ্বোধনী জুটি পায় গল। মূলত দুনিথ ভেলালাগের বাঁহাতি স্পিনের সামনে দিশাহারা হয়ে পড়ে সাকিবের দল।


৫ নম্বরে ব্যাট করতে নেমে ৯ বলে সাকিব করেন মাত্র ৬ রান। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন দাসুন শানাকা। ভেলালাগে ১০ রান খরচায় ৪টি উইকেট নেন। ২০ ওভার শেষে ৯ উইকেটে ১১৭ রান করে গল।


জবাবে ব্যাট করতে নেমে সাকিবের স্পিন ঘুর্ণিতে কাটা পড়েন চারিথ আসালাঙ্কা। এরপর রাহমানুল্লাহ গুরবাজ ও তাওহিদ হৃদয়ের ৮৩ রানের জুটিতে জয় অনেকটাই নিশ্চিত হয় জাফনা কিংসের।


৫৪ রান করা গুরবাজকেও আউট করেন সাকিব। অন্যদিকে, গুরবাজের চেয়েও বেশি আক্রমণাত্মক ছিলেন তাওহিদ হৃদয়। ২৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি হার্ড হিটার, হাঁকান ৪টি ছক্কা ও ২টি চার।


৪ ওভারে ৩১ রান খরচায় জাফনার দুইটি উইকেটই দখল করেন সাকিব। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জাফনা। আর, রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে গল।


সূত্রঃ যমুনা টিভি অনলাইন