তামিমের অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন পাপন

ক্রিকেট দুনিয়া August 3, 2023 1,350
তামিমের অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন পাপন

ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বিশ্বকাপ ও এশিয়া কাপের আগ মুহূর্তে এটিকে দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


তামিম বলেন, দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালোভাবে খেলায় মনোযোগ দেব। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এর পরই আমি সিদ্ধান্ত নিয়েছি।


বৃহস্পতিবার (৩ আগস্ট) পাপনের গুলশানস্থ বাসবভনে প্রায় দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনে এই কথা বলেন পাপন। এসময় তামিম ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপরারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।


অবশ্য তামিম ফিট হয়ে ফিরলে তাকে বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন বোর্ড সভাপতি।


তামিমের এমন সিদ্ধান্তের পর কে ওয়ানডে অধিনায়ক হবেন, এই প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, তামিম অধিনায়কত্ব ছেড়ে দেয়ার কারণে বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হবে। সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হবে জানান তিনি। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।


পাপন বলেন, তামিম শুধু এশিয়া কাপে না খেললে সহ-অধিনায়ক লিটন দাসই অধিনায়ক হতেন। এখন যেহেতু তামিম অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন, ব্যাপারটা আর সরল নেই। নতুন অধিনায়ক শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাংলাদেশকে।


সূত্রঃ চ্যানেল ২৪