বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়লেন তামিম

ক্রিকেট দুনিয়া August 3, 2023 955
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়লেন তামিম

বাংলাদেশের হয়ে ওয়ানডে অধিনায়কত্ব করবেন না তামিম ইকবাল। খেলছেন না এশিয়া কাপে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৃহস্পতিবার এই তথ্য জানান তিনি।


তামিম বলেন, 'দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।'


ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি বৈঠক শেষে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এশিয়া কাপে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসরে খেলতে পারবেন তামিম। এ তথ্য জানিয়েছেন জালাল ইউনুস চৌধুরী।


এশিয়া কাপে না খেললেও ওয়ানডে বিশ্বকাপে ঠিকই দেখা যাবে তামিমকে। সাম্প্রতিক সময়ে চোটে ভুগলেও টিম ম্যানেজমেন্ট আশা করছে, তামিম বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।


গত দুদিন ধরে বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক নিয়ে নানা আলোচনা চলছিল তামিমের।


অবশেষে আজ হয়েছে ওই বৈঠক। সেখানে বড় আলোচনার বিষয় ছিল তামিমের অধিনায়কত্ব। বিসিবি সভাপতির বাসায় অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তামিম ইকবাল। তিনি জানান, আজকে থেকে বাংলাদেশ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।


বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় রাত ৮ টায় শুরু হয় বৈঠক। এর আগে সন্ধ্যা ৭ টা ৪৩ মিনিটে বিসিবি প্রধানের বাসায় আসেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়কের আগে সেখানে যান ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।


এ ছাড়া বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।


সূত্রঃ অনলাইন