কানাডার লিগে দলকে জিতিয়ে ম্যাচসেরা হলেন লিটন

ক্রিকেট দুনিয়া August 2, 2023 6,491
কানাডার লিগে দলকে জিতিয়ে ম্যাচসেরা হলেন লিটন

যে প্রত্যাশা নিয়ে কানাডা গ্লোবাল টি–টোয়েন্টিতে সারে জাগুয়ার্সে যোগ দিয়েছিলেন লিটন দাস তা পূর্ণ হচ্ছিল না। তবে দুর্দান্ত এ ব্যাটসম্যান ছন্দে ফিরতে সময় নিলেন না।


শেষ দুই ইনিংসে ২১ ও ২৫ রানের পর লিটনের ব্যাট থেকে এলো ঝলমলে ৫৯ রান। তার এই পঞ্চাশ পেরোনো ইনিংসে ভর করে বুধবার সারে জাগুয়ার্স ৬ উইকেটে হারিয়েছে ব্র্যামটন উলভসকে।


টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ব্রামটন উলভস ৯ উইকেটে ১২৮ রান করে। জবাবে সারে জাগুয়ার্স ৪ উইকেট হারিয়ে ১১ বল আগে লক্ষ্যে পৌঁছে যায়। যা তাদের ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয়। ৮ পয়েন্ট নিয়ে তারা এখন আছে টেবিলের দ্বিতীয় স্থানে।


লিটন ৫৯ রানের ইনিংসটি খেলেছেন ৪৫ বলে। ৩টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন উইকেটের চারিপাশে। দল যখন বিপদে ছিল তখন অধিনায়ক ইফতেখার আহমেদকে নিয়ে দায়িত্বশীল ইনিংস খেলেন লিটন। সহজ লক্ষ্য তাড়ায় ২১ রানে ৩ উইকেট হারায় সারে। সেখান থেকে চতুর্থ উইকেটে ইফতেখার ও লিটন ৯৯ রানের জুটি গড়েন।


জয়ের থেকে ৯ রানে দূরে থাকতে লিটন আউট হয়ে ফিরলেও ইফতেখার ৩৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।


এর আগে সারে জাগুয়ার্সের বোলিং ছিল একবারেই নিয়ন্ত্রিত। ২টি করে উইকেট নিয়েছেন আমার খালিদ, ম্যাথিউ ফর্ডে ও আয়ান খান। ১টি করে উইকেট নেন জনসন ও ইফতেখার।


সূত্রঃ রাইজিংবিডি