এলপিএলে সাকিব-হৃদয়দের ম্যাচের সূচি দেখে নিন

ক্রিকেট দুনিয়া July 30, 2023 795
এলপিএলে সাকিব-হৃদয়দের ম্যাচের সূচি দেখে নিন

এলপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে থাকছেন ৪ ক্রিকেটার। বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলবেন তাওহীদ হৃদয়। শরীফুল খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। আর গল টাইটান্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান এবং মোহাম্মদ মিঠুন।


আজ (রোববার) বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হচ্ছে ৫ দলের এই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস এবং কলম্বো স্ট্রাকার্স। ম্যাচে জাফনার হয়ে মাঠে নামতে পারেন মিডল অর্ডার ব্যাটার হৃদয়। আর কলম্বোর জার্সিতে দেখা যেতে পারে পেসার শরিফুল ইসলামকে।


রবিন লিগ ফরম্যাটে চলবে লিগ পর্বের ম্যাচ। প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুইবার করে খেলার সুযোগ পাবেন। আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে ম্যাচগুলো। শীর্ষ চার দল জায়গা করে নিবে প্লে-অফে।


কোয়ালিয়ার-১ এবং এলিমিনেটর অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট। দ্বিতীয় কোয়ালিফায়ারের খেলা গড়াবে ১৯ আগস্ট আর ২০ আগস্টের ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্টের চতুর্থ আসর।


• এলপিএলের পূর্ণাঙ্গ সূচি


৩০ জুলাই-জাফনা কিংস বনাম কলম্বো স্ট্রাইকার্স-রাত ৮টা


৩১ জুলাই-গল টাইটান্স বনাম ডাম্বুলা অরা-বিকেল সাড়ে ৩টা

৩১ জুলাই-বি লাভ ক্যান্ডি বনাম কলম্বো স্ট্রাইকার্স-রাত ৮টা


০১ আগস্ট-ডাম্বুলা অরা বনাম জাফনা কিংস-বিকেল সাড়ে ৩টা

০১ আগস্ট-গল টাইটান্স বনাম বি লাভ ক্যান্ডি-রাত ৮টা


০৪ আগস্ট-বি লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা অরা-বিকেল সাড়ে ৩টা

০৪ আগস্ট-গল টাইটান্স বনাম জাফনা কিংস-রাত ৮টা


০৫ আগস্ট-কলম্বো স্ট্রাইকার্স বনাম ডাম্বুলা অরা- বিকেল সারে ৩টা

০৫ আগস্ট-বি লাভ ক্যান্ডি বনাম জাফনা কিংস-রাত ৮টা


০৭ আগস্ট-কলম্বো স্ট্রাইকার্স বনাম গল টাইটান্স- বিকেল সারে ৩টা

০৭ আগস্ট-ডাম্বুলা অরা বনাম জাফনা কিংস-রাত ৮টা


০৮ আগস্ট-বি লাভ ক্যান্ডি বনাম গল টাইটান্স-বিকেল সাড়ে ৩টা

০৮ আগস্ট-কলম্বো স্ট্রাইকার্স বনাম জাফনা কিংস-রাত ৮টা


১১ আগস্ট-ডাম্বুলা অরা বনাম গল টাইটান্স-রাত ৮টা


১২ আগস্ট-জাফনা কিংস বনাম বি লাভ ক্যান্ডি -বিকেল সাড়ে ৩টা

১২ আগস্ট-ডাম্বুলা অরা বনাম কলম্বো স্ট্রাইকার্স-রাত ৮টা


১৩ আগস্ট-জাফনা কিংস বনাম গল টাইটান্স-বিকেল সাড়ে ৩টা

১৩ আগস্ট-কলম্বো স্ট্রাইকার্স বনাম বি লাভ ক্যান্ডি-রাত ৮টা


১৪ আগস্ট- বি লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা অরা- রাত ৮টা


১৫ আগস্ট-কলম্বো স্ট্রাইকার্স বনাম গল টাইটান্স-রাত ৮টা।


সূত্রঃ ঢাকা পোস্ট