২০১৯ সালের পর প্রথমবার ওয়ানডেতে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। মাঝে দুদল খেলেছে আরও ৯টি ম্যাচ। তবে সবকটিই ভারত জিতেছিল। অবশেষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেল ক্যারিবীয়রা। সিরিজে তারা ১-১ ব্যবধানে সমতায়ও আনল।
বার্বাডোজের ব্রিজটাউনে শনিবার প্রথমে ব্যাট করা ভারত মাত্র ১৮১ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ও ৩৬ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা উইন্ডিজদের হয়ে ৮০ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন শাই হোপ। এছাড়া কেসি কার্টি ৪৮ রানে অপরাজিত থাকেন। ভারতীয় পেসার শার্দুল ঠাকুর ৩টি উইকেট পান।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৯০ রানের উদ্বোধনী জুটি এলেও এরপর ভারতের ইনিংসে ধস নামে। এদিন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি বিশ্রামে ছিলেন। নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। ওপেনার ইশান কিষান ৫৫ বলে ৫৫ ও শুভমান গিল ৩৪ রান করেন। ২৪ রান করেন সূর্যকুমার যাদব।
উইন্ডিজ বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন গুডিকেশ মোটি ও রোমিরিও শেফার্ড।
সূত্রঃ আমাদের সময়