ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজ শেষ হয়েছে। বৃষ্টির কারণে ত্রিনিদাদ টেস্ট ড্র হলেও রোহিত শর্মার দল সিরিজ জিতেছে ১-০ ব্যবধানে। এবার ওয়ানডের পালা। ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।ক্যারিবীয় দল থেকে বাদ পড়েছেন নিকোলাস পুরান ও জেসন হোল্ডার। তাদের বাদ দেওয়ার কোনো ব্যাখ্যা এখনো দেয়নি ক্যারিবীয় বোর্ড। তবে চোটের কারণে ছিটকে পড়েছেন কিমো পল।
দুই বছর আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন শিমরন হেটমায়ার। এবার ভারতের বিপক্ষে দলে ফিরেছেন তিনি।
একনজরে উইন্ডিজের ওয়ানডে দলঃ শাই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, ডমিনিক ড্রেকস, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, জয়ডেন সিলস, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার ও ওশানে থমাস।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন