আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল। তামিমের এমন বিদায়ে অন্য সবার মতো জাতীয় দলে তার সতীর্থরাও ব্যথিত। টিম হোটেল ছাড়ার আগে সতীর্থদের কি বার্তা দিয়েছিলেন তামিম, সংবাদ সম্মেলনে তাই জানালেন ওয়ানডে অধিনায়ক লিটন দাস।
আফগানিস্তান সিরিজের মাঝপথে তামিমের হুট করে অবসরে যাওয়ায় কে হবেন বাকি দুই ম্যাচের অধিনায়ক, তা নিয়ে ছিল সংশয়। তবে এক বিবৃতির মাধ্যমে বিসিবি জানিয়েছে, অধিনায়ক হিসেবে বাকি দুই ম্যাচে দায়িত্ব পালন করবেন লিটন।
আজ শুক্রবার (৭ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিমের অবসর প্রসঙ্গে কথা বলেন লিটন।
টিম হোটেল ছাড়ার সময় তামিমের দেওয়া বার্তা প্রসঙ্গে লিটন বলেন,‘আসলে আমরা কেউ ভাবিনি যে এমনটা হতে পারে। তবে যাওয়ার সময় একটাই কথা বলে গেছে, আর তা হলো দল আগে। আমরা দলের জন্যই খেলি, তাই দলই সবার আগে।’
তামিমের বিদায়ে দলে তেমন কোনো প্রভাব পড়বে না জানিয়ে লিটন যোগ করেন, ‘আমার মনে হয় না তামিম ভাইয়ের না থাকাতে দলে খুব বেশি প্রভাব পড়বে। কারণ উনি যদি চোটের কারণে খেলতে না পারতেন, সে ক্ষেত্রেও আমাদের খেলতে হতো। এখন তিনি নেই, এখনও আমাদের খেলতে হবে। তাই এটা নিয়ে খুব বেশি ভাবার আসলে সুযোগ হয়তো নেই।’
সঙ্গী তামিমকে কতটা মিস করবেন লিটন? জবাবে লিটনের উত্তর, ‘আসলে বাস্তবতা দেখলে আমি নিজেও যদি কাল চোটে পড়ি, আমাকে কিন্তু কেউ খুব বেশি মিস করবে না। যেহেতু নতুনরা আসতে থাকবে, আমরা চলে যাব। এটাই হতে থাকবে। উনি থাকলে ভাল হতো, নাও হতে পারত। যেহেতু এখন নাই, তাই ওই বিষয় নিয়ে কথা বলার কোনো দরকার নেই’।
সূত্রঃ এনটিভি অনলাইন