বর্ণাঢ্য ক্যারিয়ারের যতিচিহ্ন এঁকে দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। তামিমের এমন আকস্মিক বিদায়ে সারা দেশজুড়ে ভক্ত-সমর্থকদের মনে দাগ কেটে গেছ।
বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক ম্যাচ জয়ের নায়ক তামিম। অনেক খেলার মোড় ঘোরানোর কারিগরও তিনি। খেলোয়াড়ি জীবনে তার দেশপ্রেম বারবার চোখে পড়েছে ক্রিকেটভক্তদের।
দর্শকদের নিশ্চয়ই মনে আছে, এশিয়া কাপে ভাঙা হাত নিয়ে তামিম ইকবালের বিরুচিত ব্যাটিংয়ের কথা। বাংলাদেশের ক্রিকেটে এমন অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছেন তামিম ইকবাল খান।
দেশের সম্মানের প্রশ্নে অনায়াসে বারবার ঝুঁকি নিয়েছিলেন তামিম। ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে আরও একবার সেটি করে দেখান তামিম ইকবাল। ম্যাচের দ্বিতীয় ওভারে সুরঙ্গা লাকমলের বাউন্সের বল হুক করতে গিয়ে বল লাগে তামিমের বাঁ কবজিতে। এতে ব্যথায় কুকড়ে ওঠেন তিনি। মাঠ থেকে ওঠে সোজা ডেসিংরুমে চলে যান। পরে সেখান থেকে হাসপাতালে স্ক্যান করার পর জানা যায় চিড় ধরেছে কবজিতে।
আগে থেকেই ডান হাতে চোট ছিল তামিমের। তার সঙ্গে যোগ হয় বাঁ হাতের কবজি। কিন্তু তামিমের কাছে নিজের চেয়ে দল বড়। ম্যাচের ১৯ বল বাকি থাকতে পড়ে যায় ৯ উইকেট। ইনজুরিকে তোয়াক্কা না করে, বীরত্বের পরিচয় দিয়ে ভাঙা হাত নিয়ে মাঠে নামেন তামিম। তখন লংকানদের চোখেমুখে বিস্ময়।
আর দুবাইয়ের গ্যালারিতে বসে থাকা বাংলাদেশি সমর্থকদের উল্লাস। যার বলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ফিরে আসার পর সেই লাকমলের মুখোমুখি হন তামিম। বাঁহাতি তামিম লাফিয়ে ওঠে দারুণ আত্মবিশ্বাস নিয়ে লাকমলের গতিময় বলটি ঠেকান ডান হাত দিয়ে। এভাবেই তামিম উজ্জীবিত করেন টাইগারদের। ওই ম্যাচ শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ। দেশের জন্য কীভাবে লড়তে হয় তার আদর্শ উদাহরণ হয়ে থাকবেন তামিম ইকবাল।
তামিমের শুরুটাও ছিল চমকে টইটুম্বুর। ভারতের বিপক্ষে ১৭ বছরের এক তরুণ ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মেরেছিলেন জহির খানকে। এটি তামিমের ২০০৭ সালের বিশ্বকাপে নিছক এক সাধারণ ছক্কা ছিল না। একটি দলকে হাজারগুণ আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়া শর্ট ছিল সেটি। মাথা নিচু করে ক্রিকেট খেলার দল নয় টাইগাররা। এটিই প্রমাণ করেছিলেন তামিম ইকবাল। ৪-৫ ম্যাচের পুঁজি নিয়ে সেবার বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন তামিম।
লর্ডসে সেঞ্চুরি করা বাংলাদেশের একমাত্র ক্রিকেটারও তামিম ইকবাল। সেদিন যে উদযাপন করেছিলেন এ বাঁহাতি। তা আজও ভুলে যাওয়ার নয়। অর্নার বোর্ডে আমার নাম লিখে নাও; উদযাপনের বার্তা ছিল সেটি।
সূত্রঃ অনলাইন