বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে কারা, জানালেন আমির

ক্রিকেট দুনিয়া July 4, 2023 528
বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে কারা, জানালেন আমির

আবারও শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের মহাযজ্ঞ। ভারতে বসতে যাওয়া টুর্নামেন্টটির ১৩তম আসরের পর্দা উঠতে বাকি আর মাত্র ৯৪ দিন। এরই মধ্যে টুর্নামেন্টটির চূড়ান্ত সূচি ও ভেন্যু ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।


বিশ্বকাপকে সামনে রেখে সমীকরণ মেলাতে শুরু করেছে সাবেক ক্রিকেট কিংবদন্তিরা, করছে নানা ভবিষ্যদ্বাণী। টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ রান সংগ্রাহক, উইকেট শিকারী কে হবে তা নিয়ে যেমন চলছে আলোচনা তেমনি সেমিফাইনালিস্টদের নিয়েও দিচ্ছে ভবিষ্যদ্বাণী।


পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির জানিয়েছেন এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারে কোন চার দল। এক সাক্ষাৎকারে আমির জানান, আসন্ন বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান।


আমির বলেন, ‘নিঃসন্দেহে ভারত সেমিফাইনাল খেলবে। এই কন্ডিশন তাদের জন্য বেশ সহায়ক। আমি মনে করি ইংল্যান্ডও ফেভারিট থাকবে। নিউজিল্যান্ডকে আমরা সেভাবে হিসেব না করলেও তারা সবসময়ই সেরা চারে থাকে। সর্বশেষ অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান থেকে যে কোনো এক দল জায়গা পাবে শেষ চারে।’


বিশ্বকাপে পাকিস্তান দল কেমন করবে সেটি নির্ভর করবে দলটির বোলারদের ওপর, জানান আমির। তিনি বলেন, ‘যখনই বড় কোনো আসর আসে পাকিস্তান ধীরগতিতে শুরু করে। ইংল্যান্ডের তুলনায় বর্তমানে পাকিস্তানের অবস্থা সুবিধাজনক।


আমাদের এমন ব্যাটিং লাইনআপ রয়েছে যারা ৩০০-৩৫০ রান তাড়া করার সামর্থ্য রাখে। কিন্তু আমাদের বোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, আর সেজন্যই আমি বলেছি পাকিস্তানেরও সুযোগ রয়েছে।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪