বাছাইপর্ব থেকেই বিশ্বকাপ শেষ ওয়েস্ট ইন্ডিজের

ক্রিকেট দুনিয়া July 1, 2023 1,909
বাছাইপর্ব থেকেই বিশ্বকাপ শেষ ওয়েস্ট ইন্ডিজের

বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপপর্বে জিম্বাবুয়ের কাছে পরাজিত হয়েছিল ক্যারিবীয়রা। সেই সময়ই তাদের বিশ্বকাপ খেলা সংশয়ে পড়ে যায়। তবে তার ষোলোআনা পূর্ণতা দিয়েছে স্কটল্যান্ড। বাছাইয়ের সুপার সিক্সের ম্যাচে তারা ড্যারেন সামির দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে।


টসে হেরে ব্যাটিংয়ে নামা ক্যারিবীয়রা ৪৩.৫ বলে ১৮১ রানে অলআউট হয়। জবাবে স্কটল্যান্ড ৩৯ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে তাদের ক্রিকেট ইতিহাসের সেরা জয় তুলে নেয়।


শনিবার হারারেতে হওয়া ম্যাচে ইনিংসের শুরুতেই উইন্ডিজ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। স্কোরবোর্ডে ৩০ রান জমা করতেই হারিয়ে বসে ৪ উইকেট। কোনো রান না করেই ব্র্যান্ডন ম্যাকমুলেনের বলে সাজঘরে ফেরেন ওপেনার জনসন চার্লস। তিন নম্বরে নামা শামারাহ ব্রুকসও রানের খাতা না খুলে ম্যাকমুলেনের শিকারে পরিণত হন।


ম্যাকমুলেনের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ২২ বলে ৫ চারে ২২ রান করা ওপেনার ব্র্যান্ডন কিং। মাত্র ৫ রান করে ক্রিস সোলের বলে বোল্ড হন কাইল মায়ার্স।


পঞ্চম উইকেটে শাই হোপ এবং নিকোলাস পুরান ৩০ রানের জুটি গড়ার পর আবারো ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। সাফিয়ান শরীফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ১৩ রান করা হোপ।


৪৩ বলে ২ চারে ২১ রান করে মার্ক ওয়াটের বলে ক্রিস্টোফার ম্যাকব্রাইডের তালুবন্দি হয়ে ফেরেন পুরান। স্কোরবোর্ডে ৮১ রান জমা করতেই ৬ উইকেট খুইয়ে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।


সপ্তম উইকেটে রোমারিও শেফার্ডকে নিয়ে ৭৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দিয়েছিলেন জেসন হোল্ডার। ৪৩ বলে ৫ চারে ৩৬ রান করা শেফার্ডের বিদায়ে জুটি ভাঙার পর আবারো নামে ব্যাটিং ধস। মাত্র ২৩ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। ১৮১ রানেই তাদের ইনিংস থামে।


স্কটিশদের পক্ষে ম্যাকমুলেন ৩২ রান খরচায় নেন ৩ উইকেট। দুটি করে উইকেট দখল করেন সোল, ওয়াট ও ক্রিস গ্রিভস।সহজ লক্ষ্য তাড়া করতে নেমে স্কোরবোর্ডে রান যোগ করার আগেই উইকেট হারায় স্কটল্যান্ড। হোল্ডারের করা ইনিংসের প্রথম বলেই মিডউইকেটে ক্যাচ দেন ক্রিস্টোফার ম্যাকব্রাইড।


উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ক্রস ও বল হাতে ঝলসে ওঠার পর তিনে ব্যাট করতে নামা ম্যাকমুলেনের দ্বিতীয় উইকেটে ১২৫ রানের জুটিতে দলকে জয়ের কক্ষপথে রাখেন। ম্যাকমুলেন ১০৬ বলে ৮ চার ও এক ছক্কায় ৬৯ রান করে আলঝারি জোসেফের হাতে ধরা পড়েন।


জর্জ মুন্সে ১৮ রান করে আকিল হোসেনের বলে চার্লসের হাতে ধরা পড়লেও স্কটল্যান্ডের স্মরণীয় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন স্কট। তিনি ১০৭ বলে ৭ চারে ৭৪ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ক্রিজে ছিলেন ১৪ বলে ২ চারে ১৩ রান করা অধিনায়ক রিচি বেরিংটন। উইন্ডিজের পক্ষে একটি করে উইকেট পান শেফার্ড, হোল্ডার ও আকিল।


সূত্রঃ অনলাইন