ক্রিকেট খেলুড়ে প্রায় সব দেশেই টি-টোয়েন্টি লিগ চালু আছে। বিদেশের লিগে বাকি সব দেশের ক্রিকেটাররা অংশ নিলেও ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণে রয়েছে বিধিনিষেধ। বিদেশের লিগের চাপে যাতে ঘরোয়া ক্রিকেটাররা হঠাৎ অবসর নিতে না পারেন সে বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।
বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, অবসরের পর ভারতীয় ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পাবেন। বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে।
আগামী ৭ জুলাই বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের মিটিং রয়েছে। সেই মিটিংয়ে এই বিষয়ে পর্যালোচনা হতে পারে। অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে বিশ্বকাপ নিয়েও আলোচনা হবে। পাশাপাশি জার্সির স্পন্সর নিয়েও আলোচনা হবে।
সূত্র: যুগান্তর অনলাইন