যে কারনে অনুশীলনে ডাক পেলেন সৌম্য, মোসাদ্দেকরা

ক্রিকেট দুনিয়া June 21, 2023 11,315
যে কারনে অনুশীলনে ডাক পেলেন সৌম্য, মোসাদ্দেকরা

গত রাতে ক্রিকেট পাড়ায় হঠাৎ গুঞ্জন, আফগানদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডের বাইরে আরও তিনজনকে নতুন করে অনুশীলনে ডাকা হয়েছে। তারা কারা?


খোঁজ নিয়ে জানা গেছে সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ মাহদিকেও আজ থেকে যে প্র্যাকটিস শুরু তাতে ডাকা হয়েছে। যদিও বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ক্রিকেট বোর্ড থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।


তবে ভেতরের খবর, ঘটনা সত্য। জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন, বুধবার সকালে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। হাবিবুল বাশার জানান, ‘হ্যাঁ সৌম্য, মোসাদ্দেক ও শেখ মাহদিকে অনুশীলনে ডাকা হয়েছে।’


তবে কি তারা স্কোয়াডের অংশ? নির্বাচক বাশারের পরিষ্কার জবাব, ‘নাহ! তারা ওয়ানডে স্কোয়াডের অংশ হিসেবে বিবেচিত হবে না।’


তবে কি হিসেবে তাদের ডাকা? হাবিবুল বাশার জানালেন, মূলতঃ কোচের ইচ্ছায় এ তিনজনকে ডাকা হয়েছে। তারা ২১, ২২ ও ২৪ জুন শেরে বাংলায় টিমের সাথে অনুশীলন করবে। কারণ কোচ হাথুরুসিংহে তাদের খুঁটিয়ে দেখতে চেয়েছেন। হাথুরু চেয়েছেন বলেই তারা ওয়ানডে দলের সাথে অনুশীলন করবেন।


অনুশীলন করে ঈদের পর তারা বেঙ্গল টাইগার্সের অনুশীলনে যোগ দেবেন। আর মোসাদ্দেক ছাড়া সৌম্য ও শেখ মাহদি ইমার্জিং দলের হয়ে শ্রীলঙ্কা যাবেন এশিয়ান ইমার্জিং টুর্নামেন্ট খেলতে।


সুমনের কথায় পরিষ্কার, ‘কোচ এ তিনজনকে দেখতে চেয়েছেন। ঢাকায় তিন দিনের প্র্যাকটিসে খুটিয়ে দেখা হবে সৌম্য, মোসাদ্দেক ও শেখ মাহদির সর্বশেষ অবস্থা।’


সূত্রঃ জাগো নিউজ