সাকিব আল হাসানের আগে তেমন ছুটি ছিল না। জাতীয় দলের খেলার বাকি সময়টুকু ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিয়ে নিত। স্ত্রী উম্মে আহমেদ শিশির আর কন্যা অ্যালাইনা হাসানকে বিমান আর হোটেলে হোটেলে কাটাতে হয়েছে সাকিবের সঙ্গে।
কয়েক বছর হলো আগের মতো আর ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হয় না বাঁহাতি এ অলরাউন্ডারের। এ বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ডাক পেলেও পুরো টুর্নামেন্টের ছাড়পত্র না পাওয়ায় নিজেকে প্রত্যাহার করে নেন। তবে ওয়ানডে বিশ্বকাপের আগে মাঠের ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় যাবে সাকিবের।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি২০ সিরিজ শেষ করেই কানাডার গ্লোবাল টি২০ লিগে যোগ দেবেন তিনি। পরের মাসে খেলবেন লঙ্কান প্রিমিয়ার লিগে।
সূত্রঃ সমকাল অনলাইন