অবশেষে এশিয়া কাপের চূড়ান্ত সূচি ও ভেন্যু প্রকাশ

ক্রিকেট দুনিয়া June 15, 2023 1,396
অবশেষে এশিয়া কাপের চূড়ান্ত সূচি ও ভেন্যু প্রকাশ

আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান এবং শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ, এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “হাইব্রিড মডেলেই মাঠে গড়াবে আসন্ন এশিয়া কাপ। মোট ১৩ ম্যাচের মধ্যে ৪টি হবে পাকিস্তানে এবং বাকি ৯টি হবে শ্রীলঙ্কায়”


আসন্ন এশিয়া কাপে অংশগ্রহণ করবে মোট ৬টি দল। মোট দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপাল। প্রত্যেক গ্রুপ থেকে মোট দুইটি দল কোয়ালিফাই করবে সুপার ফোর স্টেজে। যেখানে সুপার ফোর স্টেজের সেরা দুই দল খেলবে ফাইনালে।


এর আগে, শুধুমাত্র পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। তবে নিরাপত্তা ইস্যুতে দেশটিতে খেলতে যেতে অস্বীকৃতি জানায় ভারত। যার ফলে পাকিস্তানের পাশাপাশি আরেকটি দেশের ভেন্যু নিয়ে এসিসির কাছে টুর্নামেন্টটির হাইব্রিড মডেল উপস্থাপন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।


শুরুতে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম আসলেও, এবার পাকিস্তানের পাশাপাশি টুর্নামেন্টটির আয়োজনের দায়িত্ব তুলে দেয়া হয়েছে শ্রীলঙ্কার হাতে।


সূত্রঃ অলরাউন্ডার