শান্ত-জয়ের ব্যাটে লাঞ্চ বিরতিতে গেলো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া June 14, 2023 457
শান্ত-জয়ের ব্যাটে লাঞ্চ বিরতিতে গেলো বাংলাদেশ

একমাত্র টেস্টের শুরুতে ওপেনার জাকির হাসানকে হারিয়ে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে সেকেন্ড জুটির দারুণ প্রচেষ্টায় স্বাগতিকরা প্রথম ইনিংসের প্রথম সেশন নিজেদের করে নিয়েছে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ১ উইকেটে টাইগারদের সংগ্রহ ১১৬ রান। ৬৪ রানে নাজমুল হোসেন শান্ত এবং ৩৮ রানে অপরাজিত রয়েছেন মাহমুদুল হাসান জয়।


এর আগে আজ (১৪ জুন) দিনের শুরুতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে শুরুতেই ছন্দ হারিয়েছেন ইনজুরি থেকে এই ম্যাচে ফেরা ওপেনার জাকির হাসান। তার বিদায়ে দলীয় ৬ রানের মাথায়ই প্রথম উইকেটের পতন ঘটে স্বাগতিকদের।


আফগানদের হয়ে টেস্টে অভিষেক হওয়া পেসার নিজাত মাসুদের করা প্রথম বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন জাকির। শুরুতে আম্পায়ার আউট না দিলেও পরবর্তীতে রিভিউ’র আল্ট্রা-এইজে স্পাইক স্পষ্ট হয়ে উঠে, ফলে মাত্র ১ রানেই ফিরতে হয় জাকিরকে। সেখান থেকে দলকে টেনে তোলার মূল কাজটা করেছেন সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলতে থাকা শান্ত।


বাঁ-হাতি ওপেনার জাকিরের বিদায়ের পরই বাকি গল্পটা লিখতে থাকেন শান্ত-জয় জুটি। দুই টাইগার ব্যাটার আফগান বোলাদের রীতিমতো শাসন করেছেন। একপর্যায়ে তিনে নামা শান্ত তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট অর্ধ-শতক। লাঞ্চ বিরতির আগপর্যন্ত এই জুটি ছিলেন আরও অপ্রতিরোধ্য। দুজনের জুটিতে বড় পুঁজির স্বপ্ন দেখা বাংলাদেশ ১৩৭ বলে ১১০ রান পেয়েছে।


সূত্রঃ ঢাকা পোস্ট