আফগানিস্তানের বিপক্ষে চার পেসার খেলানোর ইঙ্গিত

ক্রিকেট দুনিয়া June 13, 2023 420
আফগানিস্তানের বিপক্ষে চার পেসার খেলানোর ইঙ্গিত

মিরপুরে সাধারণত স্পিন পিচ বানিয়ে খেলে বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্টে স্পোর্টিং উইকেট বানিয়েই খেলতে চাচ্ছে স্বাগতিকরা, যেখানে পেসাররা বাড়তি সুবিধা পাবেন। উইকেটে সবুজ ঘাস রাখার কথা উল্লেখ করে এমনটাই জানালেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।


আজ (১৩ জুন) সংবাদ সম্মেলনে এসে হাথুরু বলছিলেন, ‘সবুজ ঘাস রয়েছে, কারণ গত কয়েকদিন বৃষ্টি হয়েছে। আমি মিরপুরে আগেও সবুজ উইকেট দেখেছি। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেটেই খেলেছি। আগের প্রশ্নের সাথে তাল মিলিয়েই বলতে হয় আমাদের ফাস্ট বোলার আছে, তাই তাদের সুবিধা হয় এমন কন্ডিশনই আমাদের দিতে হবে।’


আফগানদের বিপক্ষের এই টেস্টে টাইগার স্কোয়াডে বাড়তি পেসার রাখার কথা উল্লেখ করে লিটনদের গুরু বলছেন, ‘আমরা সবাই জানি আমাদের এখন ৭-৮ জন পেসার আছে, যাদের আমরা যেকোনো সময় নিতে পারি। এইচপি থেকে বাংলাদেশ টাইগার্সে যারাই পেসারদের সঙ্গে কাজ করেছেন, তারা দারুণ ভূমিকা রেখেছেন এটা স্বীকার করতে হবে।


আর পেসাররাও এই পর্যায়ে খেলার জন্য খুব দ্রুত প্রস্তুত হয়েছে। কালকে আমরা তিন পেসার নিয়ে খেলবো নাকি চারজন জানি না এখনও, কিন্তু আমি আত্মবিশ্বাসী যে তারা ভালো খেলার জন্য প্রস্তুত।’


সূত্রঃ ঢাকা পোস্ট