আসন্ন এই টেস্টে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকবেন যারা সেটি গতকালই প্রকাশ করেছিল বিসিবি। এবার আম্পায়ারদের তালিকা প্রকাশ করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টে পল রাইফেল ও ক্রিস ব্রাউন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে এটি রাইফেলের ৬২তম ও ব্রাউনের পঞ্চম টেস্ট ম্যাচ হবে।
এদিকে টিভি আম্পায়ার বা তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোক। অন্যদিকে চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। এছাড়া ম্যাচ রেফারির দায়িত্বেও থাকবেন একজন বিদেশি, তিনি ইংল্যান্ডের ক্রিস ব্রড।
সূত্রঃ ঢাকা পোস্ট