আফগানিস্তান সিরিজকে সামনে রেখে ২৬ জন ক্রিকেটার নিয়ে প্রি সিরিজ ক্যাম্প অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ দল। যেই ক্যাম্পে জায়গা মেলেনি নুরুল হাসান সোহানের। আর তাতে কিছুটা ক্ষোভ ঝরেছে এই উইকেটকিপার ব্যাটারের কণ্ঠে।
সোহান বলেন, 'আমার কাছে মনে হয়, এতটা খারাপ খেলিনি যে ২৬ জনের পুলে থাকবো না। হয়তো টিম ম্যানেজমেন্টের অন্য কোনো পরিকল্পনা আছে। হয়তো কম্বিনেশনের কারণে রাখা হয়নি।'
তিনি আরও বলেন, 'এটা আমার ওপর খুব বেশি প্রভাব ফেলছে না। একটা সময় পেয়েছি এর মধ্যে মানসিক, শারীরিক ও স্কিল নিয়ে আরও কাজ করতে চাই। যাতে আরও ভালোভাবে ফিরে আসতে পারি।'
নিজের পরিকল্পনার কথা স্পষ্ট করে সোহান বলেন, 'গত ৭-৮ বছর ধরেই আমি খেলে আসছি। মনে হচ্ছে নিজের কাজ করার আরও কিছু জায়গা আছে, আরও ভালো ভাবে ফিরে আসতে হবে। এটা একটা ভালো দিক এই সময়টায় নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে পারবো।'
সূত্রঃ অনলাইন