ভারতের তিন ভেন্যুতে বিশ্বকাপ খেলতে রাজি পাকিস্তান

ক্রিকেট দুনিয়া June 8, 2023 7,645
ভারতের তিন ভেন্যুতে বিশ্বকাপ খেলতে রাজি পাকিস্তান

এশিয়া কাপে ভারত অংশ না নিলে ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান, এমন হুঁশিয়ারিই দিয়েছিল পিসিবি। তবে, এবার নিজেদের অবস্থান থেকে নমনীয় হয়েছে তারা। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পছন্দের তিন ভেন্যুর নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।


পাকিস্তান সরকারের সবুজ সংকেত পেলে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে বাবর-রিজওয়ানরা। দেশটিতে বিশ্বকাপ খেলতে রাজি হলেও আহমেদাবাদে নকআউট পর্ব, ফাইনাল ব্যতীত অন্য কোনো ম্যাচ খেলতে রাজি নয় পাকিস্তান।


নিরাপত্তা ইস্যুতেই আহমেদাবাদের ভেন্যুকে এড়িতে চলতে চাচ্ছে পিসিবি। পিসিবির পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছে কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুরুতে খেলতে আপত্তি নেই তাদের।


এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে জটিলতা দূর করতে সম্প্রতি পাকিস্তান সফর করেন আইসিসির সভাপতি এবং জেনারেল ম্যানেজার।


পিসিবির একটি সূত্র জানিয়েছে, নাজাম শেঠি আইসিসির সভাপতিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নকআউট পর্বের ম্যাচ এবং ফাইনাল ম্যাচ ব্যতীত অন্য কোনো ম্যাচ পাকিস্তান কোনো অবস্থাতেই আহমেদাবাদে খেলবে না।


পিসিবি চেয়ারম্যান একই সঙ্গে আইসিসি সভাপতিকে অনুরোধ করেন, তাদের ম্যাচগুলো যেন কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুরুতে দেওয়া হয়।


সূত্রঃ যুগান্তর অনলাইন