আফগানিস্তানের বিপক্ষে দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

ক্রিকেট দুনিয়া May 30, 2023 1,027
আফগানিস্তানের বিপক্ষে দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ডাক পেয়েছেন আইপিএলে আলো ছড়ানো মাথিশা পাথিরানা। ২০২২ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এই পেসার ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন।


অন্যদিকে উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে দলে ডাক পেয়েছেন দুই বছরের বেশি সময় পর। সবশেষ তিনি ২০২১ সালে খেলেছিলেন ওয়ানডে। মার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষের সিরিজ মিস করা দুষমান্থে চামিরাও ডাক পেয়েছেন দলে।


২, ৪ ও ৭ জুন হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।


শ্রীলঙ্কার ১৬ সদস্যের দল:

দাসুন শানাকা (অধিনায়ক), কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাউইকরমা, চামিকা করুণারত্নে, দুশান হেমন্ত, ওয়ানিন্দু হাসরাঙ্গা, লাহিরু কুমারা, কারুনারাত্নে, দুশমন কুমারা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা ও মাহিশ থিকশানা।


সূত্রঃ রাইজিংবিডি