শুরুতেই জোড়া ক্যাচ মিস, ধোনির বিদ্যুৎ গতির স্টাম্পিং !!

ক্রিকেট দুনিয়া May 29, 2023 1,325
শুরুতেই জোড়া ক্যাচ মিস, ধোনির বিদ্যুৎ গতির স্টাম্পিং !!

আইপিএলের ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি । গুজরাট যখন ব্যাট করছিল দলিয় ৬ রানের মাথায় ইনিংসের দ্বিতীয় ওভারেই শর্ট স্কোয়ার লেগে শুভমন গিলের ক্যাচ ফেলে দেন দীপক চাহার । তখন ব্যক্তিগত ৩ রানে ছিলেন শুভমন । কপালে দুশ্চিন্তার ভাজ দেখা যাচ্ছিল চেন্নাই শিবিরে । ক্যাচ মিসের পরেও কুল ছিলন মাষ্টার মাইন্ড ধনি ।


৫ম ওভারের ১ম বলে আবারও ক্যাচ মিস করেন চাহার !! এবার নিজের বোলিংয়ে নিজেই ঋদ্ধিমান সাহার ক্যাস মিস করেন তিনি !!


জোড়া ক্যাচ মিসে পাওয়ার প্লেতে ৬২ রান তুলেন শুভমন-সাহারা !!


৭ম ওভারের শেষ বলে জাদেজার দুর্দান্ত ডেলিভারিতে পরাস্থ হন শুভমন । ক্রিজের বাইরে চলে আসায় বিদ্যুৎ গতিতে স্টাম্প ভাঙ্গেন ধোনি ।


২০ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরেন শুভমন । অন্যদিকে ৩৯ বলে ৫৪ রানের গুরুত্বপুর্ন ইনিংস খেলে চাহারের বলে ধনির হাতে ক্যাচ দিয়ে ফিরেন শাহা । দুজনে ফিরে গেলেও দলের জন্য শক্ত ভিত গড়ে দিয়ে যান ।


এরপরেই শুরু হয় সাই সুদর্শন শো । মাত্র ৪৭ বলে ৯৬ রানের গুরুত্বপূর্ন ইনিংস খেলেন তিনি । সাই সুদর্শন ও হার্দিক পান্ডিয়ার ঝড়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রানের বিশাল পুঁজি পায় গুজরাট !!