আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। আফগানদের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এ সিরিজের আগে ক্রিকেটারদের নিয়ে হবে অনুশীলন ক্যাম্প। সেই ক্যাম্পের জন্য সোমবার ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ঘোষিত সেই দলে নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ক্যাম্পের প্রথম দিনে টাইগারদের অনুশীলনের সময় মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গে টিম ম্যানেজার নাফিস ইকবাল সংবাদমাধ্যমকে বলেন, মাহমুদউল্লাহ দলে থাকলে তো অনুশীলনেই দেখতেন।
জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়া নিক পোথাস প্রথম দিনের ক্যাম্পে তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, আফিফ হোসেনদের নিয়ে আলাদাভাবে কাজ করেন।
প্রথম দিনের ক্যাম্পে লাল বল-সাদা বল দুই ভাগে ভাগ হয়ে অনুশীলন সেরেছেন তামিম ইকবালরা। প্রথমবারের মতো যোগ দিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ নিক পথাস। প্রধান কোচ হাথুরিসিংহের ঢাকায় আসার কথা রয়েছে ৩ জুন।
২৬ জনের এই প্রাথমিক দল থেকে তিন সংস্করণের দল বাছাই করা হবে। ৫ জন সিলেটে ‘এ’ দলের সিরিজে থাকায় তারা আজ যোগ দেননি।
সূত্রঃ যুগান্তর অনলাইন/ রাইজিংবিডি