আজও কী বৃষ্টির সম্ভাবনা আছে আইপিএলের ফাইনালে?

ক্রিকেট দুনিয়া May 29, 2023 872
আজও কী বৃষ্টির সম্ভাবনা আছে আইপিএলের ফাইনালে?

মুষলধারে বৃষ্টি রোববারের ফাইনালকে পুরোপুরি ভেস্তে দিয়েছে। যার ফলে খেলা গড়িয়েছে রিজার্ভ ডেতে। আজ (সোমবার) সেই রিজার্ভ ডে। আজ যথারীতি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে আইপিএলের মেগা ফাইনাল। মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। সন্ধ্যা সাড়ে ৭টায় টস করতে নামবেন দুই অধিনায়ক।


রোববার আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে বিকেল থেকেই দর্শকরা ভিড় জমাতে শুরু করেন। অনেকেই ধরে নিয়েছিলেন এ ম্যাচটিই হয়তো ধোনির শেষ ম্যাচ। তাই হলুদ জার্সি গায়ে দর্শকরা আসেন স্টেডিয়ামে।


আজ (সোমবার) নিয়ম মেনে সন্ধ্যা সাড়ে ৭টায় টস হবে। ৮টা থেকে শুরু হবে খেলা। একই নিয়মেই খেলা হবে। কিন্তু প্রশ্ন হল সোমবার ম্যাচ অনুষ্ঠিত হবে তো? আবারও বৃষ্টিতে ভেসে যাবে না তো ম্যাচ? কী বলছে পূর্বাভাস?


সোমবারের আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে কিছুটা স্বস্তি ফিরতে পারে ভক্তদের। রিজার্ভ ডে-র পূর্বাভাস অনুযায়ী, সে অর্থে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশে মেঘ থাকলেও, দিনে ৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকবে।


সোমবার ম্যাচ চলার সময়ে রাত সাড়ে দশটা পর্যন্ত ৭ শতাংশ মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ততক্ষণে ম্যাচের সিংহভাগ খেলা হয়ে যাবে। সাড়ে দশটার পর বৃষ্টির সম্ভাবনা বেড়ে হবে ১১ শতাংশ। রাতে হয়তো ২০ শতাংশ বৃষ্টিপাত হতে পারে।


ভারতের আবহাওয়াবিদ নবদীপ দাহিয়া বলেছেন, ‘আশা করি রিজার্ভ ডে-তে ম্যাচটা হতে পারবে। সোমবার (সন্ধ্যা-রাত্রিতে) বৃষ্টির পূর্বাভাস আছে। তবে সম্ভাবনা রোববারের তুলনায় কম। কারণ রোববার ভারি বৃষ্টিতে বায়ুমণ্ডল কিছুটা শীতল হয়েছে।’


তবে, ভারতের আবহাওয়া বিভাগ সোমবার (২৯ মে) হালকা বজ্রপাতসহ ঝড়ের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে।


সূত্রঃ অনলাইন