রীতিমতো চমক দেখাল মুম্বই, ফাইনালের আরও কাছে! মরশুমের প্রথমদিকে টানা ম্যাচ হারের পরেও দুরন্ত প্রত্যাবর্তন মুম্বই ইন্ডিয়ান্সের । লিগ পর্যায়ের একেবারে শেষে প্লে অফে উঠেছিল রোহিত ব্রিগেড।
কিন্তু নক আউট পর্বে স্বমেজাজে আইপিএলের সফলতম দল। ব্যাটে-বলে দাপট দেখিয়ে লখনউয়ের ট্রফি জয়ের স্বপ্ন চূর্ণ করে দিল মুম্বই। মাত্র পাঁচ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়ক তরুণ পেসার আকাশ মাধওয়াল।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই ! শুরুটা দুর্দান্ত হলেও ইনিংসের চতুর্থ ওভারেই রোহিতকে হারায় তারা । আউট হওয়ার আগে ১০ বলে ১১ রান করেন তিনি। উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন ঈশান। ১২ বলে তিন বাউন্ডারি হাঁকিয়ে ১৫ রান করেন এ বাঁহাতি ব্যাটার।
এরপর ঝড় শুরু হয় গ্রিন ও সূর্যকুমারের। দলীয় ১০৪ রানের সময় নাভিনের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারির কাছে ধরা পড়েন সূর্য। ২০ বলে ৩৩ রান করেন তিনি। স্কোরকার্ডে ১ রান যোগ করতেই আউট হন ক্যামেরুন গ্রিন। এ ম্যাচে দুর্দান্ত ব্যাট করতে থাকা গ্রিন আউট হন ২৩ বলে ৪১ রান করে।
এরপর মুম্বাই তিলক বার্মা ও টিম ডেভিডের দিকে তাকিয়ে থাকলেও আশাহত করেন ডেভিড। ১৭তম ওভারে ১৩ বলে ১৩ রান করে যশ ঠাকুরের বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। পরের ওভারে নাভিনের ওপর চড়াও হতে গিয়ে উইকেট হারান তিলক। এ ম্যাচে ২২ বলে ২৬ করেন তিনি।
শেষ দিকে নেহাল ওয়াধেরার ১২ বলে ২৩ রানের সুবাদে ১৮২ তুলতে সমর্থ হয় মুম্বাই। মুম্বাইকে দুশোর আগে থামানোর মিশনে অসাধারণ বোলিং করেন লখনৌর আফগান পেসার নাভিন উল হক। ৪ ওভারে ৩৮ রান দিয়ে গুরুত্বপূর্ন ৪ উইকেট নেন তিনি।
ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় লখনৌ !! দলিয় ২২ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পরে তারা !! জোড়া আঘাত সামলে লখনৌয়ের ব্যাটিংয়ের হাল ধরেছিলেন ক্রুনাল পান্ডিয়া এবং মার্কাস স্টোইনিস।
ক্রুনাল পান্ডিয়া ১১ বলে ৮ রানে ফিরলেই উইকেটে ধিতু হতে পারেনি নিকোলাস পুরান এবং আয়ুশ বাদোনি !! একা মার্কাস স্টইনিস চেষ্টা করলেও তা কাজে আসেনি । ২৭ বলে ৪০ রান করে তার বিদায়ে মুলত ম্যাচ থেকে ছিটকে যায় লখণৌ !!
একের পর এক রান আউটে আর ঘুরে দাড়াতে পারেনি তারা !! মুম্বই ইন্ডিয়ান্স এদিন জয় ছিনিয়ে নিল ৮১ রানে।
লক্ষ্ণৌ ব্যাটিং লাইনআপে ধ্বংসলীলা চালান আকাশ মাধওয়াল। ৩.৩ ওভার বল করে ৫ রান খরচায় তুলে নেন ৫ উইকেট।