লঙ্কা প্রিমিয়ার লিগে সরাসরি চুক্তিতে দল পেলেন যারা

ক্রিকেট দুনিয়া May 24, 2023 1,450
লঙ্কা প্রিমিয়ার লিগে সরাসরি চুক্তিতে দল পেলেন যারা

লঙ্কা প্রিমিয়ার লিগের দল গল গ্ল্যাডিয়েটর্স সরাসরি চুক্তিতে দলে নিল বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে। সাকিবের দলে আরেক তারকা তাব্রাইজ শামসি। বাবর আজমকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স।


আজ এক সংবাদসম্মেলনে এলপিএল কর্তৃপক্ষ, অংশগ্রহণকারী পাঁচ দলের সরাসরি চুক্তি করা ক্রিকেটারদের নাম প্রকাশ করে। নিলামের আগে প্রতিটি দল দুই জন করে দেশি ও বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে।


এলপিএল নিলাম আগামী ১১ই জুন অনুষ্ঠিত হতে পারে। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন ৪র্থ সংস্করণ ৩০শে জুলাই থেকে ২০শে আগস্ট, ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে৷ ম্যাচগুলি হবে কলম্বোর প্রেমাদাসা ও পাল্লেকেলেতে।


নির্দেশিকা অনুসারে, ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের প্রতিটি স্কোয়াডে সর্বাধিক ২৪ এবং সর্বনিম্ন ২০ জন খেলোয়াড় বাছাই করার অনুমতি পাবে। প্রতিটি দলে ৬ জন করে বিদেশি খেলোয়াড় থাকবে।


লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৩ এর সরাসরি চুক্তিতে-


গল গ্ল্যাডিয়েটর্স: সাকিব আল হাসান (বাংলাদেশ), তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকসে।


কলম্বো স্ট্রাইকার্স: বাবর আজম, নাসিম শাহ (পাকিস্তান), মাথিশা পাথিরানা ও চামিকা করুণারত্নে।


জাফনা কিংস: ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), থিসারা পেরেরা ও মাহেশ থিকশানা।


ডাম্বুলা অরা: ম্যাথু ওয়েড (অস্ট্রেলিয়া), লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা), কুশল মেন্ডিস ও আভিষ্কা ফার্নান্দো।


ক্যান্ডি ফ্যালকনস: মুজিব উর রহমান (আফগানিস্তান), ফখর জামান (পাকিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথুস।


সূত্রঃ ক্রিকেট৯৭