আইপিএলের প্লে-অফে কার প্রতিপক্ষ কে?

ক্রিকেট দুনিয়া May 22, 2023 4,066
আইপিএলের প্লে-অফে কার প্রতিপক্ষ কে?

অবশেষে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে চার দল। রবিবার হায়দ্রাবাদকে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেরা চার নিশ্চিত করেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। সেরা চারের বাকি তিনটি দল হলো গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।


আগামী ২৩মে চেন্নাইতে গড়াবে প্রথম কোয়ালিফায়ার। শীর্ষে থাকা গুজরাটের মুখোমুখি হবে ধোনির চেন্নাই। জয়ী দল সরাসরি জায়গা করে নেবে ফাইনালে। ২৪মে চেন্নাইতে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে তিনে থাকা লক্ষ্ণৌ ও চারের মুম্বাই।


জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, গুজরাট-চেন্নাই ম্যাচে পরাজিত দলের বিপক্ষে। ২৬মে আহমেদাবাদে গড়াবে ম্যাচটি। সেখানে জয়ী দলটি খেলবে ফাইনালে। ২৮মে আহমেদাবাদে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।


সূত্রঃ অনলাইন