ইংল্যান্ডের কাউন্টিতে খেলার প্রস্তাব পেয়েছেন মিরাজ

ক্রিকেট দুনিয়া May 21, 2023 751
ইংল্যান্ডের কাউন্টিতে খেলার প্রস্তাব পেয়েছেন মিরাজ

জাতীয় দলের সতীর্থরা যখন এ সময়ে যে যাঁর মতো নিজ শহর কিংবা দেশের বাইরে ছুটি কাটাচ্ছেন, মিরাজের ভাবনায় তখন আফগানিস্তান সিরিজ। এ সিরিজ সামনে রেখে ২৫ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার প্রস্তুতি শুরু করতে চাইছেন আগামীকাল থেকেই। মিরাজ আরও জানালেন, আগামী আগস্টে কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ারের হয়ে ৫০ ওভারের লিগ খেলার একটা প্রস্তাব আছে তাঁর।


প্রস্তাবটা এসেছে এ মৌসুমে তাঁর সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলা জ্যাক লিনটটের মাধ্যমে। লিনটটও একই কাউন্টি ক্লাবে খেলছেন। মিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই সময় আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকলে আমি চেষ্টা করব। কাউন্টি খেললে এটা আমার জন্যই ভালো। তখন জাতীয় দলের কী প্রোগ্রাম থাকে, সেটা আগে দেখতে হবে।’


মিরাজের বন্ধু ও সতীর্থ মোস্তাফিজুর রহমানের কাছেও বিদেশি লিগে খেলার প্রস্তাব এসেছে। মোস্তাফিজের প্রস্তাব যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে। মেজর লিগ ক্রিকেট জুলাইয়ের মাঝামাঝি হওয়ায় বাঁহাতি পেসারকে তখন ব্যস্ত থাকতে হবে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪