রান আউট নিয়ে ওয়ার্নার-জাদেজার মজার কাণ্ড । হাসতে হাসতে সবাই শেষ !!

ক্রিকেট দুনিয়া May 21, 2023 528
রান আউট নিয়ে ওয়ার্নার-জাদেজার মজার কাণ্ড । হাসতে হাসতে সবাই শেষ !!

একটি রান আউটের সম্ভাবনাকে কেন্দ্র করে জাদেজার বিখ্যাত তলোয়ার সেলিব্রেশন নকল করেন ওয়ার্নার। ওই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।


শনিবার চেন্নাইয়ের কাছে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে ওয়ার্নারের দিল্লি।

২২৩ রান তাড়া করতে নেমে দিল্লি থামে মাত্র ১৪৬ রানে। দিল্লির ইনিংসের পঞ্চম ওভারে ঘটে মজার সেই ঘটনা। অফস্টাম্পের বাইরে দীপক চাহারের শর্ট বলটা এক্সট্রা কভারের দিকে ঠেলে এক রান নিতে দৌড়ান ওয়ার্নার।


মইন আলী বলটা ছুড়লেও স্টাম্পে লাগেনি। ততক্ষণে ডাইভ দিয়ে এক রান পূরণ করে ফেলেন ওয়ার্নার। আর বল চলে যায় অপর প্রান্তে অজিঙ্কা রাহানের কাছে। এর পরই শুরু হয় মজা। ওয়ার্নার ক্রিজ থেকে বেরিয়ে রাহানেকে বল ছোড়ার টোপ দিতে থাকেন। প্রাথমিকভাবে রাহানে সেই পথে হাঁটেননি। তবে মইনের পাশে দাঁড়িয়ে থাকা জাদেজা হাত দেখিয়ে রাহানেকে বল ছুড়তে বলেন। তার পরই ওয়ার্নার দৌড়ে ক্রিজে ঢুকে যান। ততক্ষণে বল স্টাম্পে না লেগে চলে আসে জাদেজার কাছে।


ওয়ার্নার ফের ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন এবং জাদেজাকে দেখিয়ে তলোয়ার সেলিব্রেশন করতে থাকেন। আর জাদেজা বল স্টাম্পে ছুড়ে মারার ভঙ্গি করতে থাকেন। এই দুজনের কাণ্ড দেখে সবাই হেসেই খুন! শেষ পর্যন্ত জাদেজা বল ছুড়ে মারেননি। তিনি ওয়ার্নারের সোর্ড সেলিব্রেশন দেখে হাসতে থাকেন।


তবে আজ মুখোমুখি লড়াইয়ে জাদেজাকে বেধড়ক মেরেছেন ওয়ার্নার। ভারতীয় অলরাউন্ডার ৪ ওভারে দিয়েছেন ৫০ রান। যার মাঝে ওয়ার্নারই নিয়েছেন ৩২ রান। অজি ওপেনারের থেকে দুটি বাউন্ডারি এবং তিনটি ছক্কা হজম করেছেন জাদেজা। ৫৮ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ওয়ার্নার।