বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এ অভিজ্ঞ ও বর্ষীয়ান ক্রিকেটার কি বিশ্বকাপ দলে থাকবেন? তা নিয়ে যত প্রশ্ন। নানা জল্পনা-কল্পনা। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই দ্বিধায়। একবার বলছেন রিয়াদের পক্ষে, আবার বিপক্ষে।
আজ শুক্রবার জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে পরিষ্কার কিছু বলতে পারলেন না। তার কথা, ‘আমি এখন এই বিষয় নিয়ে কিছুই বলতে চাই না। যেহেতু এখন আমরা বিশ্বকাপের দল তৈরি করছি না।
আমরা আফগানিস্তান সিরিজের দল তৈরি করছি, এখন সেটা নিয়েই চিন্তাভাবনা করছি। আগামী সপ্তাহে আফগানিস্তান সিরিজের দল তৈরি করে জমা দিবো। প্র্যাকটিস সেশন শুরু করব ২৯ তারিখ।’
রিয়াদের বয়স হয়েছে। ক্ষিপ্রতা ও চপলতা গেছে কমে। ফিল্ডিংটাও তাই আগের চেয়ে খারাপ হয়ে গেছে। তা নিয়ে প্রধান নির্বাচক হিসেবে আপনার মন্তব্য কি? এ প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘এই বিষয়ে আমি এখন কিছু বলতে পারব না।
এখন আমাদের দলের ফিল্ডিং অনেক ভালো হয়েছে। গত আয়ারল্যান্ড সিরিজে দেখবেন, ব্রিলিয়ান্ট কিছু ক্যাচের কারণে কিন্তু আমরা ম্যাচে ফিরে এসেছি।এবং শেষে ম্যাচ জিতেছি।’
তবে পরের অংশে যেটা বললেন, সেটা রিয়াদের বিপক্ষেই যাবে। নান্নু যোগ করেন, ‘সাদা বলের ক্রিকেটে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই কনসার্ন আছে।
এখন যেটা বললাম যে, এখন বিশ্বকাপ দল নিয়ে কোনো চিন্তাভাবনাই করছি না। আফগানিস্তান সিরিজ আছে। আফগানিস্তান সিরিজের পর আমাদের এশিয়া কাপ। বিশ্বকাপের আগে হাতে চার মাস সময় আছে।’
সূত্রঃ জাগোনিউজ২৪